শিলিগুড়ি, ১৪ আগস্টঃ আগামী ১৬ই আগস্ট শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অধীনস্ত দোকান ঘরের মালিকানার দাবিতে ২৪ ঘন্টা বন্ধ থাকবে বিধান মার্কেট।সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ব্যবসায়ী সমিতির সদস্যরা।
জানা গিয়েছে, আগামী ১৬ আগস্ট সকাল ১১টায় শিলিগুড়ির প্রধান রাস্তায় মহামিছিল বের করা হবে।মিছিলটি বিধান রোড থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বিধান মার্কেটে গিয়ে শেষ হবে।
এই বিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপী সাহা বলেন, ১৬ আগস্ট মার্কেট বন্ধ থাকবে।আজ সাংসদের সঙ্গে কথা হল।আমাদের বিষয়টি পার্লামেন্টে ও রাজ্য বিধায়নসভায় তুলবেন বলে আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে সোমবার শিলিগুড়ির বিধান মার্কেটে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনের অনুষ্ঠানে অংশ নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত।সেখানে ডঃ বিধান চন্দ্র রায় এবং নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন ও ১৪ আগস্ট দিনটি নিয়ে স্মৃতিচারণ করেন সাংসদ।
পরবর্তীতে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেন সাংসদ।এরপর রাজু বিস্ত বলেন, বিধান মার্কেটের মালিকানার বিষয়টি বিধায়কের মাধ্যমে বিধানসভায় তুলে ধরা হবে।আমিও ব্যক্তিগতভাবে পার্লামেন্টে তুলে ধরলো।পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে রাজ্য সরকার এবং গভর্নরকে জানানো হবে।পশ্চিমবঙ্গে যদি রোহিঙ্গাদের পাট্টা দেওয়া হয়, তাহলে বিধান মার্কেটে ব্যবসায়ীদের পাট্টা কেন দেওয়া হবে না বলে জানান তিনি।