রাজ্য জুড়ে এবার ১৬ আগস্ট পালন হবে খেলা দিবস। ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের খেলা হবে স্লোগান ঝড় তুলেছিল রাজ্য রাজনীতিতে। তা নিয়ে কটাক্ষও করে বিজেপি।
এদিকে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলা দিবস পালন করা হবে বলে জানিয়েছিলেন।বুধবার ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি জানিয়ে দিলেন এবার দেশজুড়ে খেলা হবে।কেন্দ্র থেকে যতোদিন তা বিজেপিকে সরাবেন ততোদিন খেলা হবে বলে জানান মমতা ব্যানার্জি।
বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমো জানান, “খেলা একটা হয়েছে ।খেলা আবার হবে। যতোদিন বিজেপিকে আমরা ভারত থেকে বিতাড়িত না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। বুথে বুথেও খেলা হবে’’।এরপরই রাজ্যে খেলা দিবস পালন হবে বলে জানান তিনি। ১৬ আগস্ট রাজ্যে খেলা দিবস হিসেবে পালন হবে বলে জানান। সেদিন গ্রামের গরীব ছেলে মেয়েদের ফুটবল দেওয়া হবে।