শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে কলকাতায় গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল প্রধাননগর থানার পুলিশ।১৬ কেজি গাঁজা সহ গ্রেফতার হল দুজন।ধৃতদের নাম সোমনাথ সর্দার ও শুভজিৎ হালদার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে কলকাতায় গাঁজা ডেলিভারি করতে গতকাল রাতে শিলিগুড়িতে পৌঁছায় সোমনাথ সর্দার ও শুভজিৎ হালদার।দুজনই কলকাতা যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিল।এই খবর পেয়েই প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়।সোমনাথ সর্দার ও শুভজিৎ হালদারকে সন্দেহভাজন অবস্থায় দেখতে পেয়ে তাদের তল্লাশি নেয় পুলিশ।সেইসময় তাদের কাছে থাকা ট্রলি থেকে উদ্ধার হয় প্রায় ১৬ কেজি গাঁজা।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গাঁজা ডেলিভারি করার জন্য পাঠানো হয়েছিল তাদের।এরপরই গ্রেফতার করা হয় দুজনকে।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।