শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ করোনা ভাইরাসের জেরে বিভিন্ন জায়গা জীবাণুমুক্ত করতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডের তরফেও ওয়ার্ডের বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।
রবিবার ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটকের উপস্থিতিতে ওয়ার্ডে থাকা ডিসিপি অফিস ও বাংলো, বিচারক আবাসন, মহকুমাশাসকের বাংলো ও সংলগ্ন এলাকা জীবাণুমুক্ত করা হয়। পাশাপাশি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি সহ বিভিন্ন এলাকা একইভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে। চিল্ড্রেন্স পার্কের সামনে থাকা ডিসিপি অফিসে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের আসা যাওয়া রয়েছে। যে কারণে সেই সব জায়গা ও পুলিশের গাড়ি জীবাণুমুক্ত করা হয়েছে বলে জানান কাউন্সিলর।