শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ বৃষ্টিকে উপেক্ষা করেই শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিপ্রা মন্ডলের সমর্থনে প্রচার করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।শুক্রবার বিকেলে শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে প্রচার শুরু করেন তিনি।
এদিন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রার্থী শিপ্রা মন্ডলকে বিপুল ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান সুকান্ত মজুমদার।ক্ষমতায় এলে এলাকার সমস্যার সমাধানের আশ্বাসও দেন।
এদিন সুকান্ত মজুমদার বলেন, শুধুমাত্র ১৭ নম্বর ওয়ার্ড নয়, আমরা শিলিগুড়ির বিপুল সংখ্যক ওয়ার্ডে জয়লাভ করে শিলিগুড়ি পুরনিগম দখল করবো।কেন্দ্র সরকারের সহযোগিতায় থমকে থাকা শিলিগুড়ির উন্নয়ন এর কাজ আমরা করবো।