ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর ১৭৬ নম্বর ব্যাটেলিয়ানের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

রাজগঞ্জ, ১৪ অগাস্টঃ ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে অমৃত মহোৎসব কর্মসূচির আওতায় রাজগঞ্জের ফুলবাড়ি ১৭৬ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হল।


জানা গিয়েছে, এদিন বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি মিছিল বের করা হয়।মিছিলে প্রত্যেকের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা।বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় ধ্বনি তুলে কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে মিছিল করেন তারা।পাশাপাশি এদিন বিএসএফের তরফে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের প্রদর্শন করা হয়।এছাড়াও বিএসএফ আধিকারিকরা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এই বিষয়ে বিএসএফের শিলিগুড়ি ডিভিশনের ডিআইজি এন এস আউজলা বলেন, আগামী প্রজন্মের কাছে স্বাধীনতা দিবস ও জাতীয় পতাকার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় পতাকার গুরুত্ব সর্বদা স্মরণে রাখার জন্য র‍্যালির আয়োজন করা হয়েছে।আমরা যে স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি তাতে স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকার পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনীরা কিভাবে কাজ করে চলেছে সেব্যাপারে অবগত করতেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywin