রাজগঞ্জ, ৪ ফেব্রুয়ারিঃ ১৮ দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন প্রদান করলো অঙ্গনওয়াড়ি কর্মীরা।পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের শিশুবিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ে সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।
রাজগঞ্জ ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বিক্ষোভে অংশগ্রহণ করেন।
এদিন উন্নত রাজ্যের ন্যায় অনারিয়াম, অ্যাডিশনাল অনারিয়াম প্রদান, সুসংহত শিশু বিকাশ প্রকল্পে জাতীয় শিক্ষা আইন চালু, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সরকারী স্বীকৃতি, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পোষনের কাজে সরকারী আদেশনামা ও মোবাইল ফোন দেওয়া সহ মোট ১৮ দফা দাবি জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা।বিক্ষোভ দেখানোর পর রাজগঞ্জের সুসংগত শিশুবিকাশ প্রকল্পের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন তারা।