শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল ১৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব ঊষসী।
শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় ও ১৯ নম্বর ওয়ার্ডের উৎসব কমিটির উদ্যোগে ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নানান ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের রান্না প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এই উৎসব।এদিন সংঘশ্রী ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে ওর্য়াডের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিন ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা জানান, ওয়ার্ডের বাসিন্দাদের জন্যই এই উৎসব।প্রবীণ,নবীনের মেলবন্ধনে স্বার্থকতা পাবে এই উৎসব বলে আশা প্রকাশ করেন তিনি।