শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডে লড়াই শক্ত হলেও জয় নিয়ে আশাবাদী তৃণমূল, প্রার্থীর হয়ে প্রচারে এসে জানালেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। প্রসঙ্গত এখনও বামেদের শক্ত ঘাটি হিসেবেই পরিচিত ১৯ নম্বর ওয়ার্ড।
গত দুই বারের বিজয়ী বামনেত্রী মৌসুমি হাজরা ওয়ার্ডের মানুষের কাছে বেশ জনপ্রিয় মুখ। সেকারনেই দুবার তাকে কাউন্সিলর হিসেবে বেছে নিয়েছে ওয়ার্ডবাসী। এবারে ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রয়েছেন বিমল ঘোষ। আর প্রার্থীর হয়ে ওয়ার্ডে ভোটপ্রচারে আসেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। প্রার্থীর সাথে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আজ প্রচার সারেন তিনি। লড়াই শক্ত হলেও জেতার বিষয়ে আশাবাদী রয়েছেন বলেই জানান তিনি।