শিলিগুড়ি, ৩০ মেঃ নিজের শরীরে করোনা ভাইরাসের থাবা। কিডনিও বিকল। এদিকে বাড়িতে রয়েছে ৩ মাসের সন্তান। স্বামী ভর্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।নিরুপায় হয়ে কোভিড হাসপাতালের বেডে শুয়েই নার্সরা আসলেই চোখে জল নিয়েই প্রশ্ন ‘আমার স্বামীও কী করোনা আক্রান্ত? রিপোর্ট কী এসেছে?’
শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক গৃহবধূ করোনা আক্রান্ত হয়ে মাটিগাড়ার কোভিড হাসপাতালে ভর্তি। কয়েকমাস আগে কিডনির চিকিৎসার জন্য স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন চেন্নাই। সেখান থেকে ফিরতেই চলতি সপ্তাহে তার সোয়াব টেস্ট হলে পজিটিভ ধরা পড়ে। তারপর থেকেই গৃহবধূর চিন্তা যেন আরও বেড়েছে। নিজের থেকেও এখন স্বামী ও সন্তানের চিন্তায় বেডে শুয়েই কেঁদে চলেছেন। কারণ স্বামীর সোয়াব টেস্টের জন্য কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নমুনা নেওয়া হলেও এখনও অবধি তা দেওয়া হয়নি। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, সেখানে নমুনার পাহাড় এতোটাই জমেছে যে রিপোর্ট আসতেও দেরী হচ্ছে।
শনিবার সকালে ফোনে গৃহবধূর স্বামী জানান, আমাকে মেডিক্যালে ভর্তি রাখা হলেও এখনও রিপোর্ট দেওয়া হয়নি। কিছুই বলছে না এখানে। যা খাবার দেওয়া হচ্ছে তা খেতেও পারছিনা।
অন্যদিকে গৃহবধূ জানান, কোভিড হাসপাতালের নার্সরা টেনশন করতে মানা করছেন। কিন্তু স্বামীকে নিয়ে খুব চিন্তায় আছি। কবে রিপোর্ট দেবে কিছুই জানিনা। স্বামী মেডিক্যালে বিস্কুট খেয়ে দিন কাটাচ্ছে। এখানে আমি করোনা নিয়ে ভর্তি। কবে সব ঠিক হবে সেই আশায় রয়েছি।
Md Amirul