২০৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

খড়িবাড়ি, ১৩ আগস্টঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমবাড়ি পেপার মিলের কাছে ব্রাউন সুগার সহ ২ জনকে গ্রেফতার করল এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের পানিট্যাঙ্কি এ কোম্পানির জওয়ানরা।ধৃতদের নাম গোপাল সরকার এবং প্রেম কুমার লোহার।


এসএসবি সূত্রে জানা গিয়েছে, আমবাড়ি পেপার মিলের পাশে চেকিং এর সময় সন্দেহভাজন দুজনের তল্লাশি নেওয়া হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২০৫ গ্রাম ব্রাউন সুগার।এরপরই ওই দুজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধার হওয়া ব্রাউন সুগার এবং ধৃত দুজনকে ঘোষপুকুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।


  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *