ফাঁসিদেওয়া, ২৩ ফেব্রুয়ারিঃ বাংলাদেশ থেকে ফিরে আসা ২ হাতিকে অবশেষে বাগে আনলো বনদপ্তর।কুনকি হাতির সাহায্য অবশেষে জঙ্গলে ফিরলো হাতি দুটি।
শুক্রবার সকালে কুনকি হাতি নিয়ে এসে ২ হাতিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করে বনদপ্তর। অবশেষে সন্ধ্যায় সাফল্য পাওয়া যায়।এদিন হাতি দুটিকে উদ্ধার করতে হিমসিম খেতে হয় বনদপ্তরকে।
এই বিষয়ে কার্শিয়াঙ ডিভিশনের ডিএফও হরিকৃষ্ণণ পি জে জানান,পুলিশ, বিএফএস সহ সকলের সহযোগিতায় সফলভাবে কাজটি সম্পন্ন হল।অনুমতি নিয়েই হাতি দুটিকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে।হাতিদের স্বাস্থ্য ভালো আছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এবং দুই হাতিকে মহানন্দা অভয়ারণ্য নিয়ে যাওয়া হবে।