ফাঁসিদেওয়া, ২৩ ফেব্রুয়ারিঃ বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হলেও জঙ্গলে ফেরানো যায়নি ২ হাতিকে।এবারে এই ২ হাতিকে বাগে আনতে কুনকি হাতির সাহায্য নিল বনদপ্তর।
ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের বন্দরগছে থাকা ২ হাতি হাতিকে জঙ্গলে ফেরাতে শুক্রবার গরুমারা অভয়ারণ্য থেকে কুনকি হাতি নিয়ে আসে বনদপ্তর।ঘটনাস্থলে রয়েছে কার্শিয়াঙ, বৈকুণ্ঠপুর বনবিভাগ সহ বেঙ্গল সাফারির টিম।
উল্লেখ্য, গত সোমবার বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বাংলাদেশে ঢুকে পড়ে এই ২ হাতি। পরে বনদপ্তর উদ্যোগ নিয়ে বাংলাদেশ বনদপ্তরের সহযোগিতায় হাতি ২টিকে পুনরায় ভারতে ফিরিয়ে আনে।ভারতে ফিরে এলেও কোনভাবে তাদের জঙ্গলে ফেরানো যাচ্ছিল না।এই কারণে এদিন কুনকি হাতি দিয়ে ২ হাতিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করলো বনদপ্তর।