আলিপুরদুয়ার, ১৪ ডিসেম্বরঃ আগামী ২রা জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসব।ডুয়ার্স উৎসবের খুঁটিপুজো অনুষ্ঠিত হল আজ।
শনিবার খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, মাদারিহাট বিধানসভার নব নির্বাচিত বিধায়ক জয় প্রকাশ টোপ্পো, উদ্বাস্তু পুনর্বাসন কল্যাণ সমিতির চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।