শিলিগুড়ি, ২৯ অক্টোম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি এলাকায় এক রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।লাগাতার এলাকায় চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, শনিবার ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।একটি বাড়িতে থেকে নগদ টাকা এবং অপর একটি বাড়ি থেকে বেশকিছু সামগ্রী চুরি করে চম্পট দিয়েছে চোর।
এই বিষয়ে দুলাল চন্দ্র সাহা জানান, পুজোর সময় ষষ্ঠীর দিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।গতকাল রাতে আমার ভাড়া বাড়ি সহ আরেকটি বাড়ি থেকে কয়েক হাজার টাকা ও বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।
এই ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।
