রাজগঞ্জে পুকুর থেকে ২ সন্তান সহ মায়ের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

রাজগঞ্জ, ২ নভেম্বরঃ পুকুর থেকে ২ শিশু সন্তান সহ মায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জে।


সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের জিতুপাড়ায়।মৃতদের নাম তমিনা খাতুন ( ২২ ), আনিসা খাতুন ( ৫ ) ও নাহিদ মহম্মদ ( ২ )।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে জিতুপাড়ার আতাবদ্দিন মহম্মদের ( ২৫ ) স্ত্রী ও  দুই শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরিবারের লোকেরা খোঁজা খুঁজি করার পর সন্ধ্যায় এলাকার একটি পুকুরে ৩ জনের মৃতদেহ দেখতে পাওয়া যায়।এরপরই খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে।মৃতদেহ গুলি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom