স্বপ্নের ফেরিওয়ালায় ২ টাকায় নতুন জামা

শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ সামনেই দূর্গাপুজো।পুজোয় নতুন জামাকাপড় সকলেই চায়। তবে সাধ থাকলেও সাধ্য নেই অনেকেরই।তাই তাদের সাধপূরণের দায়িত্ব নিল শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।২ টাকায় নতুন জামাকাপড় তুলে দেওয়া হচ্ছে দুঃস্থ মানুষদের হাতে।


গতবছরেও এই উদ্যোগ নিতে দেখা গিয়েছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাকে।তবে গতবার তাদের ফেরিতে জামাকাপড়ের দাম ছিল ৫ টাকা।পুজোয় শপিংমলে, মার্কেটে চলে বিভিন্ন অফার।সেইরকমই এক অফার নিয়ে এবারে পুজোয় হাজির ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।শহর ঘুরছে তাদের গাড়ি।যেখানে নারী, পুরুষ, শিশুর হরেক রকম জামাকাপড়।সব জামাকাপড়েরই দাম মাত্র ২ টাকা।গাড়ি রাস্তায় দাড়াতেই গাড়ির সামনে ভিড় করছে মানুষেরা।

এই বিষয়ে সংস্থার তরফে রাকেশ দত্ত জানান, মানুষের যাতে কখনই মনে না হয় তাদের দান করা হচ্ছে, সেকারনেই ২ টাকা ধার্যমূল্য রাখা হয়েছে।আগের বছরের মত এবছরেও ব্যাপক সাড়া ফেলেছে তাদের এই ‘২ টাকায় ফেরিওয়ালা’। দূর্গাপুজোয় সকলের মুখে হাসি ফোঁটাতেই তদের এই উদ্যোগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *