দুই টাকায় ভবঘুরেদের জন্য পেটপুরে খাবার

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ মাত্র ২ টাকায় ভরপেট খাবার।আবার সেই তালিকায় রয়েছে ভাত, মাংস, চাটনি।স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে নেওয়া হল এমনই উদ্যোগ।ভবঘুরে, দুঃস্থ মানুষ যারা সারাদিন কাজের পরেও দুমুঠো খাওয়ার যোগাতে হিমসিম খায় তাদের জন্য এই নতুন উদ্যোগ ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির।


সংগঠনের কর্নধার রাকেশ দত্ত জানান, আজ থেকেই তাদের এই নতুন উদ্যোগ শুরু হল। ইচ্ছে রয়েছে আগামীতেও ২ টাকায় দুঃস্থ, ভবঘুরেদের পেটপুরে খাওয়াতে পারবেন তারা।আজ প্রায় ১৫০ জনের খাবার তারা তৈরি করেছেন তবে প্রতিদিন একই মেনু থাকবে না। কারণ এতে খরচ প্রচুর রয়েছে।

তিনি আরও জানান, শহরবাসী সাহায্যের হাত বাড়িয়ে না দিলে এই কাজ সম্ভব হয়ে উঠত না।সাধারন মানুষের সাহায্যেই আজ তারা মাত্র ২ টাকায় মানুষের মুখে খাওয়ার তুলে দিতে পারছেন।সকলেই যদি এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তারা ভবিষ্যতে আরও সমাজসেবামূলক কাজ করতে পারবেন বলে আশা রাখছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *