আলিপুরদুয়ার, ২৯ জানুয়ারিঃ বনদপ্তরে কর্মরত কর্মচারীদের বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়ীজ ফেডারেশন।
জানা গিয়েছে, এদিন ২০ দফা দাবিতে রাজ্য ব্যাপী আন্দোলনে সামিল হন তারা।আলিপুরদুয়ারে সংগঠনের পক্ষ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন বন কর্মচারীরা।
তাদের প্রধান দাবী, অবিলম্বে অনিয়মিত বনকর্মীদের প্যাকেজভুক্ত করণ করতে হবে।ফরেস্ট রেঞ্জার,ডেপুটি রেঞ্জার ও ফরেস্ট গার্ডদের সর্বভারতীয় বেতন ক্রম চালু করতে হবে এবং পুলিশের ন্যায় রেশন ভাতা চালু করতে হবে।