শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষপল্লীর নেতাজী সুভাষ রোডে জরাজীর্ণ একটি বাড়ি গুড়িয়ে দিল পুরনিগম।এদিন সেই বাড়িটি ভাঙতে গিয়ে বাড়ি মালিকের ক্ষোভের মুখে পড়লেন পুরনিগমের কর্মীরা।
বাড়ির মালিক নির্মল চৌধুরীর অভিযোগ, ৪০-৫০ বছরের পুরোনো দোতলা বাড়িটি ভেঙে দিল পুরনিগম।এই বাড়ি বিপজ্জনক অবস্থায় ছিল না বলে দাবী করেন তিনি।পুরনিগমের তরফে একটি নোটিশ পাঠানো হয়েছিল।তার জবাবে শীঘ্রই বাড়িটি সংস্কারের কথা জানিয়েছিলাম।এরপরও আগে কিছু না জানিয়েই আজ বাড়ি ভেঙে দেওয়া হল বলে অভিযোগ করেন তিনি।এই বিষয়ে মেয়র ও ডেপুটি মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্নও তোলেন তিনি।
অন্যদিকে পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বাড়িটি খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল।যে কোন সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।বাড়ি মালিককে নোটিশও দেওয়া হয়েছিল।কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তার স্বার্থে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে।