শিলিগুড়ি, ৪ মার্চঃ পাহাড়ের ধারে শৌচকর্ম করতে গিয়ে ২০০ ফিট নীচে খাদে পড়ে গিয়েছিলেন শিলিগুড়ির ব্যক্তি।সেই ব্যক্তিকে উদ্ধার করলো সেবক ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ সেবক অন্তর্গত কালীঝোড়ার কাছে আন্ধেরীঝোড়া এলাকায় শৌচকর্ম করতে গাড়ি থেকে নামেন।সেইসময় আচমকাই ২০০ ফিট নীচে খাদে পড়ে যান বিশ্বজিৎ।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সেবক ফাঁড়ির পুলিশ।এরপর খাদ থেকে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।এরফলে কোনক্রমে বেঁচে যান ব্যক্তি।
রবিবার কালিম্পঙে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন এনজেপির বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ।আসার পথে আন্ধেরীঝোড়া এলাকায় শৌচকর্ম করতে গাড়ি থেকে নামেন তিনি।এরপরই দুর্ঘটনা ঘটে।পুলিশ পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় খাদ থেকে ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে।বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্যক্তি।