শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ ‘২০২৪ এর আগে পাহাড়, তরাই এবং ডুয়ার্স এর স্থায়ী রাজনৈতিক সমাধান হবে’- শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযানে এসে এমনটাই বললেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।
এর পাশাপাশি তিনি আরও বলেন, এই সমস্যার সমাধান তৃণমূল বা অন্য কোনো পার্টির দ্বারা সম্ভব নয়।এর সমাধান ভারতীয় সংবিধান এবং ভারতের সংসদ ভবনের দ্বারা হবে।তিনি বলেন, পাহাড়ের ১১টি তফসিলি উপজাতিদের স্বীকৃতি দেওয়া হবে এবং তা নির্বাচনের আগেই দেওয়া হতে পারে।
অন্যদিকে বিমল গুরুংকে নিয়ে তিনি বলেন ‘পাহাড়ের মানুষ এখনও তাকে ভালোবাসেন।বিমল গুরুং অন্যদের মত নন’।
তৃণমূলকে কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেস গোর্খা জনমুক্তি মোর্চাকে যত টাকাই দিক না কেন ২০১৭ সালের ঘটনায় যেভাবে কয়েকজন গোর্খা ভাই শহীদ হয়েছিল, দার্জিলিং এর মানুষ তা কখনও ভুলবেন না। ২০১৯ এ বিজেপি ভালো ফল করেছিল, তেমনি ২০২১শে সবকটি আসনে বিজেপি জয়ী হবে এমনটাই বলেন সাংসদ।