শিলিগুড়ি, ১৩ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে নেপালি আদি কবি ভানুভক্তের ২০৮তম জন্মজয়ন্তী উদযাপন করা হল।
বুধবার শিলিগুড়ির জংশনে ভানুভক্তের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ মেয়র পারিষদের সদস্য,বরো চেয়ারম্যান এবং কাউন্সিলররা।এদিন ভানুভক্তের মূর্তিতে মাল্যদান করে আদি কবি ভানুভক্তর জীবনী নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা।
পাশাপাশি এদিন সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জংশনে গিয়ে শেষ হয়।
এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, প্রতিবছরই শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করা হয়।আদি কবি ভানুভক্ত নেপালি সংস্কৃতির ধারক।প্রতিবছরের মত এবারও সমারোহের সঙ্গে দিনটি পালিত হল।