শিলিগুড়ি, ১১ মার্চঃ শিলিগুড়িতে এবার টোটো নিয়েও কড়াকড়ি শুরু হচ্ছে পুলিশের।শিলিগুড়ির প্রধান রাস্তাগুলিতে বিনা নম্বরের টোটো অনেকদিন ধরে উঠতেই দেওয়া হচ্ছে না।এবার ২১ এপ্রিল থেকে শিলিগুড়ির প্রধান রাস্তা বিধান রোড, হিলকার্ট রোড, সেবক রোড, বর্ধমান রোড, এসএফ রোডে সমস্ত টোটো চলাচল নিষিদ্ধ করা হচ্ছে।
ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তা জানান, ২১ এপ্রিল থেকে রেজিস্টার্ড নম্বরের টোটোগুলি শহরের ভেতর চলাচল করতে পারবে।প্রধান রাস্তায় চলতে পারবে না।অন্যদিকে বিনা নম্বরের টোটো ২১ এপ্রিল থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার কোথাও চলতে পারবে না।উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য এখন কড়াকড়ি করা হবে না।পরীক্ষা শেষ হতেই কড়াকড়ি শুরু হবে বলে জানা গিয়েছে।
