রাজগঞ্জ, ১৪ জুলাইঃ তৃণমূলের ২১শে জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি সভা করা হল রাজগঞ্জের সীতাগুড়িতে।রবিবার কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই সভা করা হয়।
জানা গিয়েছে, আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের কর্মসূচিতে বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লক তথা রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকেও বেশকয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করবে।এই কারণেই এদিন প্রস্তুতি সভা করা হয়।এই সভায় কর্মসূচিতে যাওয়ার সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
এই বিষয়ে কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির রাজগঞ্জ ব্লকের সভাপতি অহিদার রহমান বলেন, শহীদ দিবসের কর্মসূচিতে রাজগঞ্জ থেকে হাজার হাজার কর্মী-সমর্থক যাবেন।প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য ২-৩ টি করে বাসের ব্যবস্থা করা হয়েছে।সেসব বিষয় নিয়ে আলোচনা করা হল।
তিনি আরও বলেন, রাজ্য সরকারের তরফে কৃষকদের জমিতে জল সেচের জন্য অগভীর নলকূপ ও নদীর প্রবাহিত জলকে ব্যবহারের জন্য পাম্প সেট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।কৃষকদের মধ্যে সেই সুবিধা গুলো কিভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়েও সভায় আলোচনা করা হয়েছে।