খড়িবাড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ ২১টি গরু সহ দুজনকে গ্রেফতার করল ভারত-নেপাল সীমান্তের এসএসবি’র ৪১ নম্বর ব্যাটেলিয়ানের রামধনজোত ক্যাম্পের জওয়ানরা।ধৃতদের নাম মহম্মদ নাসিরুদ্দিন(৩৫) ও মহম্মদ জাবির(৫৩)।
জানা গিয়েছে, খড়িবাড়ির দান্ডাঝাড়ে একটি ট্রাক আটক করা হয়।সেই ট্রাক থেকে উদ্ধার হয় ২১টি গরু।অবৈধভাবে গরু গুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল।এছাড়াও ধৃতদের কাছ থেকে নগদ আট হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।সূত্রের খবর, গরুগুলিকে দান্ডাঝাড় হয়ে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।
পরবর্তীতে উদ্ধার হওয়া গরু ও ধৃতদের খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।