জলপাইগুড়ি, ২০ জানুয়ারিঃ ২২ ফুট উচ্চতার রামের মূর্তি তৈরি হচ্ছে জলপাইগুড়িতে। ২২ তারিখ অযোধ্যার রামজন্ম ভুমির পাশাপাশি ২২ ফুট উচ্চতার রামের মূর্তির প্রান প্রতিষ্ঠা হবে জলপাইগুড়িতে।
শ্রী রামলালা প্রান প্রতিষ্ঠা উৎযাপন সমিতির উদ্যোগে জলপাইগুড়ি শহরের ২০ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর গুমটি সংলগ্ন দক্ষিণ বামন পাড়ায় তৈরি করা হচ্ছে এই মূর্তি। যাকে কেন্দ্র করে এলাকার সাধারন মানুষের উদ্দিপনা এখন তুঙ্গে। হাতে মাত্র আর দুই দিন। তার আগেই কাজ শেষ করতে হবে। তাই দিন রাত এক করে তিন জন মৃৎ শিল্পী ৭ জন সহকারিকে নিয়ে জোর কদমে কাজ করে চলেছেন।এই মূর্তি গড়তে ১ কুইন্টাল পোয়াল এবং ৬০০ কুইন্টাল মাটি ব্যবহার করা হয়েছে।
সমিতির পক্ষে মানস মুস্তাফি বলেন, ঠিক রামজন্মভুমিতে যে সময় প্রান প্রতিষ্ঠা হবে, একই সময়ে এখানেও প্রান প্রতিষ্ঠা হবে। পাশেই জায়েন্ট স্ক্রিনে রাম জন্মভুমির অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রাম জন্মভুমির ইতিহাসও জায়েন্ট স্ক্রিনে তুলে ধারার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও হবে রাম সংকীর্তন, গীতা পাঠ সহ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬ জন পুরোহিত তিনদিন ধরে পুজো করবেন। আর পুজোর দিনে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সমস্ত ধর্মের ধর্ম গুরুদের আমন্ত্রন জানানো হয়েছে।