শিলিগুড়ি, ২১শে জুনঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে অম্বুবাচী।অসমের কামাখ্যা মন্দিরের মত শিলিগুড়িতেও কামাখ্যা মন্দিরে শুরু হল পুজো।
শিলিগুড়ি সংলগ্ন নেপালি বস্তির দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দিরে এবারও অম্বুবাচী পুজোর আয়োজন করা হয়েছে।আজ থেকে আগামী ২৬ জুন পর্যন্ত মন্দিরে চলবে নানান অনুষ্ঠান।
সারাবছর মন্দির খোলা থাকলেও অম্বুবাচীর সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়।২২ জুন থেকে অম্বুবাচী শুরু হবে শেষ হবে ২৬ জুন।আগামী ২৫ তারিখ পর্যন্ত লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হবে মায়ের মুখ।এরপর ২৬ তারিখ মায়ের পুজো হবে।
মন্দির কমিটির সদস্যরা জানান, অসমে কামাখ্যা মায়ের পুজো হয়ে থাকে।অনেকে অসমে যেতে পারেন না। সেইসকল ভক্তরা এই মন্দিরে আসেন।চারদিন মন্দিরের দরজা বন্ধ থাকে।পরে বিশেষ পুজোর মাধ্যমে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।তবে এই কয়েকদিন মন্দিরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।