শিলিগুড়ি,২০ ফেব্রুয়ারিঃ আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারী ইস্টার্ন হিমালয়া ট্রাভেল এন্ড ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বেঙ্গল ট্রাভেল মার্ট। শিলিগুড়ির এক বেসরকারী হোটেলে তিনদিনব্যাপী চলবে এই ট্রাভেল মার্ট।
এদিন এক সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রেসিডেন্ট দেবাশিষ মৈত্র জানান, এবছর আমাদের মার্ট পঞ্চম বর্ষে পা দিলো।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০ জন ট্রাভেল এজেন্ট তিনদিনের এই অনুষ্ঠানে থাকবেন।
জানা গেছে এবছর সীমান্ত উপকূলবর্তী পর্যটনে জোর দেওয়া হচ্ছে।পাশাপাশি হোম স্টে গুলোকে আরও তুলে ধরা হবে।আগের থেকে পর্যটকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তারা চেষ্টা করছে সাফারী পার্ক,গজোলডোবা,ইসকন মন্দির,সায়েন্স সিটি নিয়ে একটি শিলিগুড়ির প্যাকেজ করতে যাতে পর্যটকরা একদিন হলেও শিলিগুড়িতে থাকেন।