কোচবিহার, ৬ এপ্রিলঃ লোকসভা ভোটের আগে কোচবিহারের অসম-বাংলা সীমান্তে উদ্ধার হল ২৩ লক্ষ টাকার জাল নোট।ঘটনায় গ্রেফতার ৩ জন।
জানা গিয়েছে, লোকসভা ভোটের জন্য বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা।জায়গায় জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং।শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বক্সিরহাট থানার অন্তর্গত সংকোশ এলাকায় অসম নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালায় বক্সিরহাট থানার পুলিশ।গাড়িতে থাকা একটি ব্যাগের ভেতরে উপহারের প্যাকেট দেখে সন্দেহ হয় পুলিশের।প্যাকেটটি খুলতেই উদ্ধার হয় প্রচুর পরিমানে জাল ৫০০ টাকার জাল নোট।পাশাপাশি ৪৬টি আসল ৫০০ টাকার নোটও উদ্ধার হয়েছে।মোট নোটের পরিমান ২৩ লক্ষ ৫৬ হাজার টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় ৩ জনকে।
ধৃতরা হল সঞ্জীব কুমার ও দূর্গাপ্রসাদ নিশাদ ছত্তিশগড়ের বাসিন্দা এবং গাড়ির চালক অভিজিৎ দত্ত অসমের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা অসম থেকে এসে অন্য কোনও রাজ্যে জাল টাকা পাচারের পরিকল্পনা করেছিল।ধৃতদের শনিবার তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।