শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ রবিবার শিলিগুড়ির পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে চা চক্রে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
সামনেই পঞ্চায়েত নির্বাচন।আর সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন জায়গায় জন সংযোগ করছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।এদিন ২৩ নম্বর ওয়ার্ডে চা চক্রে যোগ দেন তিনি।উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক আনন্দময় বর্মন, বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।
চা চক্রে যোগ দিয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ।তিনি বলেন, এই রাজ্যে মন্ত্রীরাও সুরক্ষিত নয়।আমাদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।যাতে আমরা নির্বাচনে না যাই।বোমা বন্দুক নিয়ে এসে বিরোধী পার্টি নেতাকর্মীদের আক্রমণ করছে তৃণমূল।কোথাও বাড়ি ঘেরাও করছে।আমরা পাল্টা বাড়ি ঘেরাও করবো।