শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ শারদ উৎসবের পর থেকে রাজ্যে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরের।এই পরিস্থিতিতে টিকাকরণের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার।
সেইমতো শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে টিকাকরণ শিবির।শনিবার শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এবং ২৩ নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় মাইকেল মধুসূদন বিদ্যাপীঠ প্রাঙ্গণে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম মানুষদের টিকা দেওয়া হয় বলে জানান ২৩ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বাবলু পাল।