রাজগঞ্জ, ২৮ ফেব্রুয়ারিঃ ট্রেলারের নীচে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা। পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং আমবাড়ি ফাঁড়ির পুলিশ।ঘটনায় গ্রেফতার ১।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ফুলবাড়ি গজলডোবা রাস্তার সাহুডাঙ্গি সংলগ্ন নাউয়াপাড়া ক্যানেল মোড়ে যৌথভাবে অভিযান চালিয়ে একটি ট্রেলার আটক করে স্পেশাল অপারেশন গ্রুপ ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ।ট্রেলারের নীচে বিশেষ চেম্বারে গাঁজা রাখা ছিল।তল্লাশি চালিয়ে ১৪টি প্যাকেটে প্রায় ২৩০ কিলো গাঁজা উদ্ধার হয়।ঘটনায় ট্রেলার চালককে গ্রেফতার করা হয়।ধৃতের নাম রঞ্জিত কুমার।সে বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।ডুয়ার্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা।
ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়।