শিলিগুড়ি, ৯ আগস্টঃ ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাইকারীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতের নাম কার্তিক কর্মকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ আগস্ট রাতে শিলিগুড়ির কলেজ পাড়া সংলগ্ন খেলাঘর মোড়ের কাছে এক মহিলার সঙ্গে ছিনতাই এর ঘটনা ঘটে।এরপর ওই মহিলা শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই বাগরাকোর্ট এলাকা থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।