শিলিগুড়ি, ৭ মেঃ শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি শুরু করলেন মেয়র গৌতম দেব।
মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচির সূচনা করা হয়েছে।শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই এই কর্মসূচি করে মানুষের অভাব অভিযোগ শুনবেন মেয়র।সেইমত শনিবার ২৪ নম্বর ওয়ার্ডে রাত্রিযাপন করেন মেয়র।এরপর রবিবার সকালে তরুণ তীর্থ মাঠ সংলগ্ন কালীবাড়িতে পুজো দিয়ে শুরু করেন কর্মসূচি।
এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন।তাদের বিভিন্ন সমস্যার কথা শোনের ও সমাধানের আশ্বাস দেন।পাশাপাশি খুদেদের সঙ্গেও কিছুক্ষন সময় কাটান মেয়র।
