শিলিগুড়ি, ১৪ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এবং ফুলেশ্বরী নদী পরিদর্শন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন মেয়র গৌতম দেব।
অভিযোগ, প্রতিবছরই বর্ষার মরশুমে ওয়ার্ডে বসবাসকারী প্রত্যেকের বাড়িতেই নদীর জল ঢুকে পড়ে।যেকারণে সমস্যার পড়তে হয় বাসিন্দাদের।এদিকে কিছুদিন ধরেই শুরু হয়েছে বৃষ্টি।বৃষ্টি হলেই জল ঢুকে পড়ছে বাড়িগুলিকে।
শুক্রবার শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা কাউন্সিলর প্রতুল চক্রবর্তী, তৃণমূল নেতা বিকাশ সরকার সহ অন্যান্যরা।মেয়রকে এলাকায় পেয়ে সমস্যায় কথা জানান বাসিন্দারা পাশাপাশি ক্ষোভও উগরে দেন তারা।
উল্লেখ্য, সেচ দপ্তর এবং শিলিগুড়ি পুরনিগমের তত্ত্বাবধানে নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।নদীর সেই কাজ খতিয়ে দেখতে গিয়েই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন মেয়র।