শিলিগুড়ি, ২৮ জুলাইঃ ২৪ নম্বর ওয়ার্ডের তরুন তীর্থ ক্লাবে ৭০ উর্ধ্বদের ও ৪৫ উর্ধ্ব বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য বিনামূল্যে করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হল।
এদিন রাজ্য সরকারের সহযোগিতায় এবং লিভার ফাউন্ডেশন কলকাতার উদ্যোগে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় এবং শিলিগুড়ি স্নেহ এর ব্যবস্থাপনায় এই টিকাকরণ শিবির হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।বিশেষ শিবির করায় অনেকটাই খুশি এলাকার প্রবীণ বাসিন্দারা।
এই শিবির থেকে টিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন রঞ্জন সরকার, তিনি বলেন “কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে।দার্জিলিংয়ের সাংসদকে খুঁজে পাওয়া যায় না এবং শিলিগুড়ির বিধায়ক সারাদিন রাজনীতি করেন।
বিধায়ক শঙ্কর ঘোষ বলেন “আমি এখানে বিধায়ক হিসেবে নয় ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে আছি।তাই আমার ক্লাবের অনুষ্ঠানে বসে আমার বিধায়ক হিসেবে কি করা উচিত সেই নিয়ে বক্তব্য রাখতে আমি আগ্রহী নই”।