শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ করোনা সচেতনতায় পথে নামল ২৪ নম্বর ওয়ার্ড নাগরিকবৃন্দ কমিটি।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
সাধারণ মানুষকে মাস্কের ব্যবহার নিয়ে সচেতন করা, পাশাপাশি এই সময় স্বাস্থ্য সুরক্ষায় কোন কাজগুলি করা উচিত এবং কোনগুলি করা উচিত নয় তা নিয়েও মাইকিং করা হয়।২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা, ফুলেশ্বরী বাজার ঘুরে এই সচেতনতার কর্মসূচী করেন তারা।
শঙ্কর ঘোষ জানান, মাস্ক অনেকেই পড়ছেন তবে সঠিকভাবে নয়।মাস্কের ব্যবহার অবশ্যই সঠিক হতে হবে।তাছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস শারীরিক দূরত্ব, যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না বলেই জানান তিনি।যারা নিয়ম মানছে না প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।এছাড়াও অনেকেই করোনা টেস্ট করিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, হোম আইসোলেশনে আদৌ সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা সেক্ষেত্রেও সংশয় প্রকাশ করেন তিনি।প্রশাসনকে আরও শক্ত হাতে হাল ধরতে হবে জানান তিনি।