শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ বুধবার সূর্যসেন মহাবিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রসায়ন বিজ্ঞানের নতুন ভবন, পদার্থবিদ্যার ল্যাবরেটরি,অতিথি ভবন সহ বিভিন্ন ভবনের উদ্বোধন করা হল।
এদিন সূর্যসেন মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলন করে মাস্টারদা সূর্যসেনের মূর্তিতে মাল্যদান করেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও কলেজের থিম সং এর মধ্যে দিয়ে ২৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুবীরেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা।এদিনের অনুষ্ঠানে করোনা যোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কলেজের শিক্ষা কর্মীদের সংবর্ধনা জানানো হয়।
গৌতম দেব বলেন, কলেজের উন্নতি হচ্ছে। আমরা সবরকম সাহায্য করেছি।আগামী দিনে যাতে আরও ভালো হয় তার চেষ্টা করব।
অন্যদিকে কলেজের অধ্যক্ষ পিকে মিশ্রা বলেন, করোনা বিধি মেনে অল্প সংখ্যক ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আজ কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করা হল।