শিলিগুড়ি, ২২ অক্টোবরঃ কালীপুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি।এরপরই মায়ের আরাধনায় মেতে উঠবেন মানুষ।এবছর কালীপুজোয় তারাপীঠের তারা মায়ের আদলে ২৫ ফুটের মূর্তি তৈরি করে নজর কাড়তে চলেছে শিলিগুড়ির নেতাজি সুভাষ স্পোটিং ক্লাব।
উত্তরবঙ্গে এই প্রথম কালীপুজোয় ২৫ ফুটের তারা মায়ের মূর্তি তৈরি করছে শিলিগুড়ির নেতাজি সুভাষ স্পোটিং ক্লাব।এবছর ৫৯ তম বর্ষে পদার্পণ করবে তাদের পুজো।এছাড়াও বিশেষ চমক থাকবে আলোকসজ্জা ও মন্ডপসজ্জায়।
পুজো উদ্যোক্তারা জানান, আগামী ৩০ অক্টোবর পুজোর উদ্বোধন হবে।উত্তরবঙ্গে এই প্রথম তারাপীঠের তারা মায়ের আদলে মূর্তি তৈরি করা হচ্ছে।পুজোর কয়েকদিন নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।