শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ বিশ্বাসঘাতকদের দলে কোনো জায়গা নেই।অভিযোগ জানানো হবে দলের উচ্চ নেতৃত্বদের।রবিবার একটি যোগদান কর্মসূচিতে এসে এমনটাই হুশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ এবং তৃণমূলের যুব সভাপতি কুন্তল রায়।
রবিবার পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া বয়েজ ক্লাবের বেশ কয়েকজন সদস্য তৃণমূলে যোগদান করেন।নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন সভানেত্রী পাপিয়া ঘোষ,গৌতম দেব ও কুন্তল রায়।
এদিনের যোগদান অনুষ্ঠানে দলের একাংশের উপর ক্ষোভ উগরে দেন অনেকেই।নির্বাচন ঘোষনা হওয়ার পরই বেশকিছু ওয়ার্ডে দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে বেশকিছু তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে।তাদের বিরুদ্ধে উচ্চমহলে অভিযোগ জানানো হবে।এমনটাই জানালেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, তৃণমূলের যুব সভাপতি কুন্তল রায়।