শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগণের ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, বাড়ির মালিক কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন।সেইসময় বাড়িতে কেউ ছিল না।এদিন দুপুর নাগাদ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা।তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।দমকলের দুটি ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও ঘরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যান কাউন্সিলর জয়ন্ত সাহা।তিনি বলেন, বাড়ির মালিক দুদিন ধরে বাইরে ছিলেন।দরজা ভেঙে ঘরে প্রবেশ করতে হয়েছে দমকল কর্মীদের।কিভাবে এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি।
অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ডে একটি খালি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিষয়টি বিদ্যুৎ দপ্তরের নজরে আসতেই আগুন নেভানোর কাজ শুরু করেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।পরে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তার তদন্তে পুলিশ ও দমকল বিভাগ।