শিলিগুড়ি, ১৭ এপ্রিলঃ পুর পরিষেবার মধ্য দিয়ে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে ২৫ দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি পাঠালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য।
চিঠিতে মেয়র বলেন, করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন এই লকডাউন কতদিন চলবে তা জানা নেই।লকডাউনের পর সব থেকে বড় প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপর।তার মুখোমুখি হতে হবে কেন্দ্র-রাজ্য বা স্থানীয় সরকারকে।পরিস্থিতির প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ সহ প্রতিটি রাজ্যের পুরনিগম ও পৌরসভাগুলির উপর।
অন্যদিকে, যে কোনো পুরনিগম ও পৌরসভার নিজস্ব রাজস্বের উৎস পৌর কর বা সম্পত্তি কর গুলির ওপর নির্ভরশীল।কিন্ত বর্তমান পরিস্থিতিতে পুরনিগম ও পৌরসভা গুলির নিজস্ব আয় কমার আশঙ্কা রয়েছে।
এদিকে আগামী মে মাসে মেয়াদ শেষ হচ্ছে এ রাজ্যের ১১১টি পুরসভার। সেখানে বসানো হবে প্রশাসক। জনসংযোগ না থাকায় তারাও জনগণের সেবায় সঠিক ভাবে নিযুক্ত হতে পারবে না, এমনি আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাই অবিলম্বে পুরনির্বাচন করে জনপ্রতিনিধি নির্বাচিত করার কথা চিঠি মারফত জানান মেয়র অশোক ভট্টাচার্য।
তিনি তার ২৫ দফা দাবির মধ্যে সবথেকে গুরুত্ব দিয়েছেন এই বিষয়ের উপর। পাশাপাশি লকডাউন এর ফলে পৌরসভা গুলির নিজস্ব রাজস্ব আদায় অনেকটাই হ্রাস পাবে সেই কারণে রাজ্য সরকারকে তা পূরণ করার আবেদন জানিয়েছেন এই চিঠির মধ্য দিয়ে।