শিলিগুড়ি, ৮ মেঃ রাত পোহালেই ২৫শে বৈশাখ।কলকাতা, শান্তিনিকেতনের পাশাপাশি শিলিগুড়িতেও ধুমধাম করে রবীন্দ্র জয়ন্তী পালনের উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।তাঁর জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।
জানা গিয়েছে, কবিগুরুর ১৬২ তম জন্মজয়ন্তীতে একসাথে সুর বাঁধবে ১৬২ জন শিল্পী।সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই নিয়ে শুরু হয়েছে তোরজোড়।সোমবার সকাল থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের ময়দানে রবীন্দ্র মূর্তি পরিস্কার পরিচ্ছন্ন করেন পুরনিগমের কর্মীরা।
মূর্তিতে মাল্যদান ও প্রভাত ফেরীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।উপস্থিত থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ বিভিন্ন সাংস্কৃতিক জগতের শিল্পীরা।