শিলিগুড়ি,৬ নভেম্বরঃ কেউ যাচ্ছিলেন কাজে। কেউ আবার দোকানে। কিন্তু গাড়িতে ব্যানার দেখতেই দাঁড়িয়ে গেলেন লাইনে। দুঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে ২৫ টাকা কিলো দরে আলু কিনে ফিরলেন বাড়ি।
আলু, পেঁয়াজের দাম এখন আকাশছোঁয়া। আলুর দাম প্রায় ৪৫-৫৫ টাকা কিলো। আর তাতেই মধ্যবিত্তের হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় সুফল বাংলার স্টল খুলে সেখানে সরকার নির্ধারিত মূল্যে আলু দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।
শুক্রবার শিলিগুড়ির কলেজপাড়ায় সুফল বাংলার স্টল থেকে ২৫ টাকা কিলো দরে জ্যোতি আলু দেওয়া হয়। কুপন বিলি করা হয় কৃষিজ বিপণন দপ্তরের তরফে। একটি কুপনে সর্বাধিক ৩ কেজি আলু দেওয়া হয়। এদিন সেখানে আলু কিনতে লম্বা লাইনে দাঁড়ান অনেকে। প্রায় ১ মাস ধরেই সুফল বাংলার মোবাইল ভ্যান শহরের বিভিন্ন জায়গায় ঘুরে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করছে।