গণতন্ত্র দিবসের আগে কড়া নজরদারি শহরে, অ্যালার্ড পুলিশ প্রশাসন

শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ আগামীকাল ২৬শে জানুয়ারি।দেশজুড়ে পালিত হবে গণতন্ত্র দিবস।বিভিন্ন জায়গার পাশাপাশি নিরাপত্তার ঘেরাটোপে শহর শিলিগুড়িও।


শিলিগুড়িতে বিশেষ করে বাইরে থেকে আসা মানুষ এবং যানবাহনের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। শহরের বিভিন্ন শপিং মল, জংশন, এনজেপি স্টেশন, বিধান মার্কেট, বাস স্ট্যান্ড এবং হোটেল সহ ভিড় এলাকাগুলিতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।হোটেলগুলিতে কে এবং কোথা থেকে এসে থাকছে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য রাখছে পুলিশ।শহরের প্রত্যেকটি জায়াগায় কড়া নজর রয়েছে পুলিশের।

আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসবি টিম এনবিএসটিসি বাস স্ট্যান্ডে অভিযান চালায়।এছাড়াও স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে বাস স্ট্যান্ড এবং যাত্রীদের তল্লাশি করা হয়।


গতকাল রাতেও মাটিগাড়া থানার আইসির নেতৃত্বে স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে শপিং মলে তল্লাশি চালানো হয়।

এই বিষয়ে ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, প্রতিবারের মতো এবারও গণতন্ত্র দিবসের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।এবছর গণতন্ত্র দিবসে ৭০০ জনেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে।সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গোটা শহরে নজরদারি রাখা হচ্ছে।এছাড়াও শহরের নিরাপত্তা জোরদার করার জন্য কিউআরটি ভ্যান, সাদা পোশাকের পুলিশ, বিশেষ নজরদারি দল, মহিলাদের পিঙ্ক মোবাইল ভ্যান, উইনার্স দল এবং বাইক বাহিনী পেট্রোলিং করবে।ডিডি, এসওজি, আইবি সহ সমস্ত বিভাগ অ্যালার্ট মুডে রয়েছে।শান্তিপূর্ণভাবে গণতন্ত্র দিবস উদযাপনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *