শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ আগামী ২৬শে জানুয়ারি ৭৭তম প্রজাতন্ত্র দিবস।এই দিনটিকে সামনে রেখে শিলিগুড়িতে শুরু হয়ে গেল চূড়ান্ত প্রস্তুতি।শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে অনুষ্ঠিত হল কুচকাওয়াজের মহড়া।
প্রতিবছরের মত এবছরও প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আগে এই মহড়ার আয়োজন করা হয়।এদিনের অনুশীলনে মোট ১৮টি দল অংশ নেয়। এর মধ্যে ছিল সশস্ত্র সীমান্ত বাহিনী একটি দল,১৪টি স্কুলের ছাত্রছাত্রীদের দল এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তিনটি বিশেষ কনটিনজেন্ট।পুলিশের বিশেষ কনটিনজেন্টগুলির মধ্যে ছিল উইনার্স কনটিনজেন্ট,লেডি কনটিনজেন্ট ও মেল কনটিনজেন্ট।
এদিন কুচকাওয়াজের মহড়ার নেতৃত্ব দেন এসিপি শিলিগুড়ি মহম্মদ আব্দুল হাই সরদার।এছাড়াও ছিলেন রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামা এবং ইন্সপেক্টর (হেডকোয়ার্টার) জিয়াসউদ্দিন আহমেদ।আগামী ২৬শে জানুয়ারির মূল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্বে থাকবেন রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামা।২৬ জানুয়ারির দিনটিকে স্মরণীয় করে তুলতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
