শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ পুর নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শহরের রাজনৈতিক উত্তাপ।ভোট প্রচারে চমক দিচ্ছেন সমস্ত রাজনৈতিক দল।
সোমবার পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সিক্তা দে বসুরায়ের সমর্থনে প্রচার করলেন বিধায়ক রাজ চক্রবর্তী।এদিন ওয়ার্ডের বাবুপাড়া বয়েজ ক্লাবের মাঠে একটি জনসভায় হাজির হন রাজ চক্রবর্তী।সেখানে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন।
এদিন রাজ চক্রবর্তী বলেন, শহরের উন্নতি করতে হলে শিলিগুড়ির মানুষ যদি একবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পুরনিগম মমতা ব্যানার্জির হাতে তুলে দেয় তবে শিলিগুড়ির সার্বিক উন্নয়ন চোখে পড়বে।