শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ আগামী ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিল আইএনটিইউসি, সিআইটিইউ সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন।
কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে সমগ্র দেশজুড়ে আন্দোলনে সরব হল এই যৌথ শ্রমিক সংগঠন।এর বিরোধিতায় আগামী ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।ধর্মঘটকে স্বার্থক করতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।শুক্রবার শিলিগুড়িতে একটি সভার আয়োজন করা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ এর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু,আইএনটিইউসি নেতা অলক চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
সিটু রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু জানান, কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পক্ষে নয় শ্রমিক বিরোধী নীতি নিয়ে চলছে, যার ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া কৃষক ও শ্রমিকেরা।অবিলম্বে শ্রমিক বিরোধী নীতি পরিবর্তন করতে হবে কেন্দ্রীয় সরকারকে।তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৬ নভেম্বর তাদের ধর্মঘটে স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণ সাড়া দেবে।