শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ বাগডোগরার হাঁসখোয়া বাজারে অভিযান চালিয়ে ২৬৩ গ্রাম ব্রাউন সুগার সহ তিন যুবককে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।ধৃতদের নাম মহম্মদ ওয়াসিম শেখ, মহম্মদ তামিজ এবং মহম্মদ ইসমাইল।ধৃতদের মধ্যে ওয়াসিম মালদার এবং তামিজ ও ইসমাইল মাটিগাড়ার বাসিন্দা।
এসওজি সূত্রে জানা গিয়েছে, ওয়াসিম মালদা থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে পৌছায়।এরপর তামিজ এবং ইসমাইল এর সঙ্গে ব্রাউন সুগার ডেলিভারি করতে মঙ্গলবার দুপুরে বাগডোগরার হাঁসখোয়া বাজারে পৌছায়।এরপরই ৩ জনকে গ্রেফতার করে এসওজি।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ২৬৩ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।